আজকের দিন তারিখ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪ শতাংশ

এসএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪ শতাংশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২০ , ৭:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : এবার এসএসসি পরীক্ষায় বিদেশের নয়টি কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এসব কেন্দ্র থেকে মোট ৩৩৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১৮ জন।  এছাড়া শতভাগ পাস করেছে ৪ শিক্ষা প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়। ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৮২ দশমিক ৮৭। গত বছরের তুলনায় এ হার সামান্য বেশি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।