আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় নিপাহ ভাইরাসে পাঁচ জন মারা গেছেন : স্বাস্থ্যমন্ত্রী

নিপাহ ভাইরাসে পাঁচ জন মারা গেছেন : স্বাস্থ্যমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : চলতি বছর নিপাহ ভাইরাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী এসেছে ৮ জন। তারমধ্যে ৫ জন মারা গেছেন। এই ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়। তিনি আরও বলেন, কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড় খেজুরের রস পান করলে সেটি মানুষ পান করলেও হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে দ্রুত ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়।