আজকের দিন তারিখ ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে পাঁচ মাস পর করোনা সংক্রমণ ২৫ হাজারে, কমেছে মৃত্যুও

ভারতে পাঁচ মাস পর করোনা সংক্রমণ ২৫ হাজারে, কমেছে মৃত্যুও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতে বেশ কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। তারপর দীর্ঘ পাঁচ মাস পর আবার দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ঘরে। ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৭ আগস্ট, মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ৬৭৯। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৯ জনের। ভারতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ১ দশমিক ৬১ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৭৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এ মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮৪৬।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লাখ ৬৩ হাজার ৯৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৫২৪ জনের। অন্যদিকে একদিনে ভারতে টিকাকরণে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৮ লাখ ১৩ হাজার ৯১৯ জনকে টিকা দেয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ৬০৯ টিকা দেয়া হয়েছে।