আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ভারতের গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা

ভারতের গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২১ , ১:৪২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের মানুষ গরিব ও ক্ষুধার্ত হওয়ায় ভারতে অনুপ্রবেশ করে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমোন বলেছিলেন, সীমিত জ্ঞানের কারণেই অমিত শাহ ওই কথা বলেছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে সমালোচনা করেছে। এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ভারতের চেয়ে এগিয়ে থাকা নিয়ে মন্ত্রীর বক্তব্যকেও সামনে নিয়ে এসেছে তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়াও ভারতের আরও কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। ওই নির্বাচনি প্রচারণা চালাতেই অমিত শাহ কলকাতাতে অবস্থান করছেন।