আজকের দিন তারিখ ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনায় নাজেহাল ভারত, সোয়া লাখ শনাক্ত

করোনায় নাজেহাল ভারত, সোয়া লাখ শনাক্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২১ , ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতে ফের একদিনে করোনা সংক্রমণের রেকর্ড ভেঙেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। একইসময়ে মারা গেছেন ৬৮৫ জন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এসব জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি ২৯ লাখ মানুষ। মৃত্যুবরণ করেছেন এক লাখ ৬৬ হাজার ৮৬২ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে।
ভারতজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। করোনা মোকাবিলায় ভারতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন। বর্তমানে সেখানে এই দুটি টিকাই প্রয়োগ করা হচ্ছে।