আজকের দিন তারিখ ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নবম শ্রেণির ছাত্র নিহত

কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, নবম শ্রেণির ছাত্র নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২১ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  পুরান ঢাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় অনন্ত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ও সোহেল ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। পুরান ঢাকার মিল ব্যারাকের কাগজীটোলায় পরিবারের সঙ্গে থাকতো সে।

জানা গেছে, স্থানীয় মিল ব্যারাক এলাকার মুন্না ও আকাশের নেতৃত্বে একটা কিশোর গ্রুপ রয়েছে। ওই গ্রুপের ফেরদৌস ও আলামিনের সঙ্গে অনন্ত ও সাজুর ঝগড়া হয়। এ ঘটনার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠির ঘাটে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তর গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ খান জানান, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে খুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তাত হয়নি।