আজকের দিন তারিখ ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য দুইমাস পর রেলযোগে ভারত থেকে আসলো পেঁয়াজ

দুইমাস পর রেলযোগে ভারত থেকে আসলো পেঁয়াজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২০ , ৩:২৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর রেলযোগে হিলিতে প্রথমবারের মতো শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি। পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে দেশের বাজারে এর দাম ক্রেতার নাগালে থাকবে, বলছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম একটি বড় চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশন আসে। খালাস কার্যক্রম শুরু হয় দুপুরে।

আমদানীকারক শহিদুল ইসলাম শহীদ জানান, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয় এবং বাজারে দাম বাড়তে থাকে। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে ৪২টি বগিতে ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়। ট্রেনটি দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

তিনি বলেন, পেঁয়াজের চালানটির কার্যক্রম শেষে আজ সকালে হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়। মালবাহী ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে নেয়া হচ্ছে। বাজারে দ্রুত সরবরাহের লক্ষ্যে আমদানি করা পেঁয়াজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।