আজকের দিন তারিখ ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ছুটিতে সীমিত আকারে কাজ করবে রাজস্ব বোর্ড

ছুটিতে সীমিত আকারে কাজ করবে রাজস্ব বোর্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২০ , ৪:০৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  সরকার ঘোষিত ছুটির সময়ে সীমিত আকরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ মেহরাজুল আলম সম্রাট স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই আদেশে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি ও উপকরণ, পোল্ট্রি-ডেইরি-মৎস্য শিল্পের খাদ্য ও উপকরণ এবং কূটনৈতিক কার্যক্রম সচল রাখার জন্য সকল কাস্টম হাউজ ও কাস্টম স্টেশনগুলোতে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে পূর্বে জারিকৃত আদেশ বাতিল করা হয়েছে বলেও ওই নির্দেশে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, সারা দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। গেল ২৬ মার্চ থেকে তিন দফায় ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।