আজকের দিন তারিখ ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি করোনা: ছুটিতে বেড়েছে ইন্টারনেট ব্যবহার, কমেছে মোবাইল রিচার্জ

করোনা: ছুটিতে বেড়েছে ইন্টারনেট ব্যবহার, কমেছে মোবাইল রিচার্জ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ৫:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


দিনের শেষে প্রতিবেদক : মহামারী করোনা ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে কয়েকগুন। ছুটির সময় মানুষ ঘরে বসে ইন্টারনেটে সিনেমা, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই সময় পর করছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান জানিয়েছে, ইন্টারনেট ব্যান্ডউইডথ চাহিদা বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ। আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির সংবাদমাধ্যমকে বলেন, ছুটিতে ব্যান্ডউইডথ চাহিদা ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাধারণত ছুটির সময়ে কমে যায়। কিন্তু এবার ভিন্ন চিত্র। ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পযর্ন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। আবার মানুষ ঘরে থাকতেও বাধ্য হচ্ছে। বিটিআরসির ফেব্রুয়ারি মাস শেষের হিসাব বলছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৭ লাখ ৩৮ হাজার। মোট ব্যবহারকারী দাঁড়িয়েছে, ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন। বাকিরা ব্রডব্যান্ড ও অন্যান্য মাধ্যম ব্যবহার করেন।
ইন্টারনেট সেবাদাতকারী প্রতিষ্ঠান সূত্র জানা গেছে, এখন অফিস-আদালতে ইন্টারনেটের ব্যবহার সীমিত। তবে বাসায় চাপ বেড়েছে। ইন্টারনেটের ব্যবহার পরিস্থিতি জানতে চাইলে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভয়েস ও ডেটা ব্যবহারে তারা মিশ্র প্রবণতা দেখছে। এ বিষয়ে সার্বিকভাবে নিশ্চিত মন্তব্য করার জন্য আরও সময় প্রয়োজন। বাংলালিংকের সিনিয়র ম্যানেজার (কর্পোরেট কমিউনিকেশনস) আংকিত সুরেকা সংবাদমাধ্যমকে বলেন, ডেটার ব্যবহার কিছুটা বেড়েছে। তবে তা খুব উল্লেখযোগ্য নয়। তবে মুঠোফোনে টাকা রিচার্জ অনেকটাই কমে গেছে। তিনি জানান, আমাদের গ্রাহকদের চাহিদা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলালিংক কিছু প্যাকেজের দাম প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। এছাড়াও তারা দ্বিগুণ ডাটা বোনাস অফারের সময়ও বাড়িয়েছে। বাংলালিংকের প্রিপেইড গ্রাহকদের জন্য ৭ দিন মেয়াদি সকল অননেট-এ এসএমএস ফ্রি অফার চালু করা হয়েছে বলেও জানান আংকিত সুরেকা।