আজকের দিন তারিখ ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় পুলিশের মনোবল দুর্বল করা যাবে না : এআইজি

পুলিশের মনোবল দুর্বল করা যাবে না : এআইজি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


mokhlesur_rahmanঅনলাইন প্রতিবেদক : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোখলেসুর রহমান বলেন, পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করে পুলিশের মনোবল দুর্বল করা যাবে না। এ ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এটি জঙ্গিগোষ্ঠীর কাজ।

রোববার পুলিশ সদরদপ্তরে ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় মামালা করা হবে। কী কারণে, কারা করেছে তা অবশ্যই খুঁজে বের করা হবে। তদন্তও করা হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

ঘটনার প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, বাবুল আক্তার অনেকদিন ধরে চট্রগ্রামে জঙ্গি দমনে কাজ করছিলেন। তাকে কয়েকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তারাই পুলিশের কর্মকর্তা বাবুল আক্তরকে হত্যা করতে না পেরে তার স্ত্রীকে খুন করেছে। কিন্তু এ ঘটনা দিয়ে পুলিশের মনোবলকে দুর্বল করা যাবে না।

রোববার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোড এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩০) দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি হত্যা করে।