আজকের দিন তারিখ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে

মাত্র ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা


দিনের শেষে ডেস্ক : মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা করতে সক্ষম এমন একটি ডিভাইস কয়েক সপ্তাহের মধ্যে প্রস্তুত হতে যাচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের এক দল গবেষক একটি পোর্টেবল ডিভাইস তৈরি করেছেন, যা পরীক্ষাগারে কোন নমুনা না পাঠিয়েই ২০-৩০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষা করতে সক্ষম।সিডব্লিউএম টাফ মরগান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বোর্ড ডিভাইসটি মূল্যায়ন করছে এবং শিগগিরই ডিভাইসটির ব্যবহার শুরু হতে পারে। স্বীকৃত পদ্ধতিতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ডিভাইসটি প্রস্তুত করেছেন গবেষকরা। ইউনিভার্সিটি অব ওয়েলসের গবেষক দলটির একটি প্রোটোটাইপ ডিভাইস তৈরি করতে ১০০ পাউন্ডের চেয়েও কম খরচ হয়েছে। মূত্রনালির সংক্রমণ শনাক্তকরণ পদ্ধতির ওপর ভিত্তি করে ডিভাইসটি তৈরি করা হয়েছে। গবেষক দলের সদস্য ড. জেরোইন নিউল্যান্ড বলেন, আমরা গত কয়েক বছর ধরেই আমাদের ডায়াগনস্টিক টেস্টিং প্ল্যাটফর্মটি ডেভেলপ করছি। আমরা জানি যে, এটি অন্যান্য সংক্রমণের জন্যও কার্যকরী হবে। আমাদের কাজটি খুব দ্রুত কোভিড-১৯ শনাক্ত করতে সক্ষম। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করতে আমাদের স্বাস্থ্যকর্মীদের সহায়তা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আরেক গবেষক ড. এমা হেইহার্স্ট বলেন, এটি একটি সাশ্রয়ী মূল্যের ডিভাইস, যা ব্যবহার করাও খুব সহজ। আশা করি খুব শিগগিরই ডিভাইসটির ব্যবহার শুরু হবে।