আজকের দিন তারিখ ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ২ বছর পর ফের ক্রাইস্টচার্চের সেই মসজিদের সামনে মুশফিক

২ বছর পর ফের ক্রাইস্টচার্চের সেই মসজিদের সামনে মুশফিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২১ , ১২:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ২০১৯ সালের ১৫ মার্চ, ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের ঘটনা এখনো ভুলেনি কেও। পরেরদিন ক্রাইস্টচার্চে শুরু হবে তৃতীয় টেস্ট। সংবাদ সম্মেলন আর অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে একটু দেরিই হয়ে যায় টাইগারদের। জুম্মার নামাজ ততক্ষণে শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে ক্রিকেটাররা মসজিদে প্রবেশ করবেন যখন, তখন ভেতরে চলছে তাণ্ডব। নিছক ভাগ্যের জোরেই ওইদিনের সেই ভয়ানক ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই হামলা পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল। এখনো এর দুঃস্মৃতি ভোলা সম্ভব হয়নি অনেকের। সেই ঘটনার প্রায় ২ বছর পূর্ণ হতে চলেছে। ঠিক ২ বছরের মাথায় বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে আছে। বায়োবাবলে থাকা টাইগাররা এবার বাড়তি নিরাপত্তা পাচ্ছে মহামারির কারণে। এরই মধ্যে আল নূর মসজিদের সামনে গিয়ে বিষণ্ণ হয়ে পড়লেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শুক্রবার (৫ মার্চ) মসজিদের সামনে টিম বাসে বসে থাকা অবস্থায় মুশফিক একটি ছবি তুলে তা নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আসসালামুয়ালাইকুম সবাইকে… এটিই সেই মসজিদ সেইসঙ্গে আজ শুক্রবার।