আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সৌদি ছাড়তে হবে ১২ লাখ বিদেশি কর্মীকে

সৌদি ছাড়তে হবে ১২ লাখ বিদেশি কর্মীকে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৪:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ২০২০ সালে সৌদি শ্রমবাজার থেকে ১২ লাখ বিদেশি কর্মীকে ছাটাই করা হবে। করোনা পরিস্থিতির কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে গতি আনার উদ্দেশ্যে এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দেশটিতে বেকারত্বের হার ১২ শতাংশে উন্নীত হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও বছরের শেষ পর্যন্ত তাতেই স্থির থাকবে। সৌদি জয়েন্ট স্টক কোম্পানি যাদওয়া ইনভেস্টমেন্ট ‘সৌদি শ্রমবাজারের উন্নয়ন’ বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনে দেখানো হয়েছে, যে সকল খাতে বিদেশি কর্মীরা কাজ করছে সেগুলো হলো: আতিথেয়তা, রেস্তোরাঁ ব্যবসা, খাদ্য ব্যবস্থাপনা, নির্মাণ খাত, ট্রাভেল এজেন্সি, ভাড়া, ইজারা ও নিরাপত্তা ব্যবস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে সৌদিতে ব্যবসায়ের পরিবেশ এই বছরের মাঝের দিকে ধীরে ধীরে উন্নত হবে। বিশেষ করে শেষ প্রান্তিকে অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি সৌদি নাগরিকদের কর্মসংস্থানের ভাল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু পণ্য ও সেবার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সৌদি নাগরিকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ওই খাতগুলো থেকে ক্রমান্বয়ে বিদেশি শ্রমিকদের সরিয়ে দেয়ার পদক্ষেপ নেয়া হচ্ছে। সূত্র : গালফ নিউজ