আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সোমবার থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়া শুরু হবে

সোমবার থেকে মাটির নিচ দিয়ে তার নেওয়া শুরু হবে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২০ , ২:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শুরু হবে। সম্প্রতি দুই সিটির ঝুলন্ত তার অপসারণ অভিযানের পর এ সিদ্ধান্ত নিলো কেবল অপারেটররা। রোববার নগর ভবনে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময় শেষে মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র জানান, ভূগর্ভস্থভাবে তার ফিটিংয়ে সব ধরনের জরিমানা, ফি ও ক্ষতিপূরণ আদায় করবে না দক্ষিণ সিটি করপোরেশন। আর এক্ষেত্রে গ্রাহকের ওপর বাড়তি কোনো চাপ পড়বে না বলে জানিয়েছে আইএসপিএবি ও কোয়াব এর নেতারা। অন্যদিকে সোমবার থেকে কাজ শুরুর কথা জানিয়েছেন তারা। কোয়াব ও আইএসপিএবি নিজ উদ্যোগে তার অপসারণ করবে। বৃহত্তর স্বার্থে তারের জঞ্জাল সরানোর জন্য দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।