আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় সোনাগাজীতে গুলি করে ব্যালটবাক্স ছিনতাই, নিহত ১

সোনাগাজীতে গুলি করে ব্যালটবাক্স ছিনতাই, নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


2013ফেনী: ফেনীর সোনাগাজীতে কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে চর চান্দিয়া ইউনিয়নের চরভৈরব কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ বেলা সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রের বারান্দায় পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে এ ঘটনায় পুলিশ, আনসার ও ভোটারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ১১টার দিকে সরকার সমর্থিত বহিরাগত একদল কর্মী হঠাৎ এলোপাথাড়ি গুলি করে এবং বোমার বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল করে নেয়। এসময় তারা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়।

পরে ওই কেন্দ্রের বারান্দায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বহিরাগত দুর্বৃত্তদের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন বলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি জানান, এসময় পুলিশ, আনসারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ সুপার রেজাউল হক জানিয়েছেন, গুলিতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চার পুলিশ সদস্য, তিন আনসার সদস্য ও দুই পোলিং অফিসার রয়েছেন।

আহতদের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।