আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সম্পাদকীয় সেলিব্রেটিদের কেলেঙ্কারি

সেলিব্রেটিদের কেলেঙ্কারি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সম্পাদকীয়


মিডিয়া অঙ্গনে অপরাধের ঘটনা নতুন নয়। তবে সেলিব্রেটিদের অপরাধে জড়িতের খবর সচেতন মহলে ভাবনা সৃষ্টি করে। অভিনেত্রী পরীমনি গ্রেপ্তারে পর মিডিয়া অঙ্গনে আলোচনা-সমালোচনা শুনছি আমরা। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে শোবিজ জগতের তারকা মডেল, নায়িকা কথিত সেলিব্রেটিদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। যারা নিজ পেশা ও খ্যাতির আড়ালে মাদকসহ নানা অপকর্মের মাধ্যমে বিত্ত-বৈভব গড়েছেন। মাদক ব্যবসার সঙ্গে তারা বিবাহবহিভর্‚ত পাশ্চাত্য ধাঁচের একাধিক যৌনসঙ্গীর প্রতিও আসক্ত হচ্ছেন। এতে করে ধীরে ধীরে পারিবারিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি উদ্বেগজনক। নায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মৌ, চিত্রনায়িকা একা, আলোচিত-সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বিচিত্র তথ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, গ্রেপ্তারের তালিকা ক্রমশ দীর্ঘ হবে। পুলিশ বলছে, মডেল পিয়াসা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে বø্যাকমেইল করতেন। এমনকি ভিডিও করে রাখতেন। পরে সেসব ভিডিও ও ছবি ভিকটিমদের পরিবারকে পাঠানোর হুমকি দিয়ে বø্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। এ দুই মডেল জড়িত ছিলেন মাদক ব্যবসার সঙ্গেও। শোবিজ জগতের অনেকেই মাদক সেবন ও ব্যবসার পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাÐের সঙ্গে যুক্ত। তারা টাকার জন্য অনেক বিত্তবান পরিবারের সন্তানদের বিপথগামী করেছেন। চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধেও নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। বোটক্ল্যাবের ঘটনায় বেরিয়ে আসে চিত্রনায়িকা পরীমনির অনেক অজানা গল্প। তার বিরুদ্ধেও বø্যাকমেইলের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ নায়িকাকে আটকের পর তার বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। অল্প সময়ে রাজনীতিতে এসে ব্যাপক আলোচনায় আসা ব্যক্তিদের মধ্যে সম্রাট, পাপিয়া, হেলেনা জাহাঙ্গীরের নাম উঠে আসে অনায়াসে। তারা রাজনীতিকে আশ্রয় করে অনৈতিক কর্মকাÐের সঙ্গে জড়িয়ে পড়েন। কথিত চাকরিজীবী লীগ গঠনে সম্পৃক্ততার খবরে তোলপাড়ের পরই আটক হন হেলেনা জাহাঙ্গীর। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদও হারান তিনি। চাকরিজীবী লীগ নিয়ে বিতর্ক শুরুর পরই তাকে সেই দায়িত্ব থেকে সরানো হয়। হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে র‌্যাব হরিণের চামড়া, বিদেশি মদ, ক্যাসিনোসামগ্রী, বিদেশি মুদ্রা উদ্ধার করে। রাজধানীর শোবিজ জগতের অনেকেই মাদক সেবন ও ব্যবসার পাশাপাশি আপন করেছেন অন্ধকার জগৎকে। তাদের ব্যক্তিগত জীবনের এসব অপরাধ ও সংকট সমাজে প্রতিনিয়ত বিরূপ প্রভাব ফেলছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধগুলো হচ্ছে, সেলিব্রেটিদের কেলেঙ্কারি ঘটনা তার উদাহরণ। সমাজ ও পারিবারিক জীবনে সদাচার অনুশীলন করা গেলে এ জাতীয় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে হয় না। কিন্তু সেলিব্রেটি হতে গিয়ে অনেকেই সদাচরণ ভুলে গিয়ে বিপদে পড়েন। যা কোনোভাবেই কাম্য নয়।