আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সুন্দরবনে ৬ জেলে আটক

সুন্দরবনে ৬ জেলে আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


sundor-bonবাগেরহাট: অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ধরার দায়ে ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেটকী, চিংড়ি, পোয়া ও টেংরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৮০ কেজি মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০২ জুন) দিনগত রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী থেকে একটি নৌকাসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বরগুনা জেলার তালতলি উপজেলার সকিনা গ্রামের আব্দুল আজিজের ছেলে জাফর পেয়াদা, উত্তরজারাখালী গ্রামের হযরত আলীর ছেলে নাসির, নিন্দ্রারচর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে দুলাল, ছোট আমখোলা গ্রামের মোস্তাফার ছেলে আবুল ফজল, খুলনার নতুন বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে মোস্তাফা শেখ ও বাগেরহাটের মংলার জয়মনিঘোলের সেকেন্দর গাজীর ছেলে নজরুল গাজী।

চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, বনে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগে সব ধরনের পাশ পারমিট বন্ধ রাখা হয়েছে। এরপরও অবৈধভাবে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ছয় জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শুক্রবার (৩ জুন) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মাছ নষ্ট হয়ে যাওয়ায় মাটি চাপা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।