আজকের দিন তারিখ ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সমন্বয় গড়ে উঠতে কিছুটা সময় লাগবে

সমন্বয় গড়ে উঠতে কিছুটা সময় লাগবে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১:১০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পের মধ্যে সমন্বয় গড়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করেন প্যারিস সেন্ট জার্মেইর কোচ মরিসিও পচেত্তিনো। তিনজন মিলে একত্রে এখন পর্যন্ত ১২৭ মিনিট খেলেছেন। কিন্তু সেভাবে কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি তারা। চ্যাম্পিয়ন্স লিগে তারা ক্লাব ব্রুগের সাথে ১-১ গোলে ড্র করে এবং ফরাসী লিগে ২-১ গোলে লিওকে হারায়। অবশ্য জয়সূচক গোলটি হওয়ার সময়ে মেসি মাঠে ছিলেন না। কোচ তাকে তুলে নিয়েছিলেন আগেই। লিওর বিপক্ষে তাকে যখন কোচ তুলে নেন তখন খেলার ফল ছিল ১-১।

পচেত্তিনো বলেন, আমাদের দলে নতুন কয়েকজন খেলোয়াড় এসেছেন। সবার মধ্যে সমন্বয় গড়ে উঠতে কিছুটা সময় লাগবে। সমস্যা কেবল আক্রমণভাগের তিন খেলোয়াড়কে নিয়েই নয়। আমাদের সব বিভাগেই ভাল খেলতে হবে। আক্রমণভাগের খেলোয়াড়রা যেভাবে রক্ষণভাগকে সহায়তা করছেন তাতে আমি খুব খুশি। এটা খুবই ইতিবাচক একটি দিক।

পচেত্তিনো মনে করেন যখন বোঝাপড়াটা ভাল হবে তখন খেলোয়াড়রা বুঝে যাবেন কে কখন কোন দিকে যাচ্ছেন বা বল পাস দিচ্ছেন। এটা একত্রে প্র্যাকটিস করার পাশাপাশি ম্যাচ খেলতে খেলতেই হয়ে যাবে। তিনি বলেন, লিওর বিপক্ষে আমরা ৪-৩-৩ এর বদলে ৪-২-৩-১ ফর্মেশনে দল মাঠে নামিয়েছিলাম। ফলে পজিশন নিয়ে প্রশ্ন ওঠে। তবে এভাবে খেলতে থাকলে ধীরে ধীরে সবাই নিজের অবস্থান বুঝে যাবেন। আমাদেরকে এমবাপ্পে, মেসি, ডি মারিয়া, নেইমারের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। তবে ইতোমধ্যেই এ ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। লিওর বিপক্ষেই আমরা অনেক ভাল পারফরমেন্স দেখতে পেয়েছি।