আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সন্ত্রাসবাদের অভিযোগ: মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টের ১০ বছর জেল

সন্ত্রাসবাদের অভিযোগ: মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্টের ১০ বছর জেল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


adeeঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীবকে সন্ত্রাসবাদের দায়ে দোষী প্রমাণিত করে দেশটির একটি আদালত ১০ বছরের জেল দিয়েছেন। আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

দেশটির ক্রিমিনাল আদালত গতকাল তাকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না।

খবর এপির ইয়ামিন আবদুল গাইয়ুম ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ নিয়ে চারজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে দীর্ঘ মেয়াদে সাজা দেয়া হলো। বাকিরা হলেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদ, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাজিম ও নেতৃস্থানীয় একটি রাজনৈতিক দলের প্রধান শেখ ইমরান আবদুল্লাহ।

এর মধ্যে মোহাম্মদ নাশীদ ব্রিটেনে ‘শরণার্থী’ আশ্রয়ে আছেন। সাজাপ্রাপ্ত ওই শীর্ষ চার ব্যক্তির প্রত্যেকের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেই আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আছে।