আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শেবাচিম কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবনের ৮০ শতাংশ কাজ সম্পন্ন

শেবাচিম কলেজ হাসপাতালের মাল্টিপারপাস ভবনের ৮০ শতাংশ কাজ সম্পন্ন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ৬:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে একমাত্র বৃহৎ হাসপাতাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ক্যাম্পাসে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে মাল্টিপারপাস ভবন। ইতিমধ্যেই নির্মাণ প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এখানে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালে ভর্তিকৃত রোগীর স্বজনদের থাকা-খাওয়ার সুবিধার জন্য কলেজ ক্যাম্পাসে নির্মিত হচ্ছে ৫ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন। ইতিমধ্যেই নির্মাণ প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ ভবনের কাজ সম্পন্ন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল (এইচইডি) সূত্রে জানা যায়, প্রায় ৭০ একর আয়তনের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ৮৩ ফুট দীর্ঘ এবং ৫৫ ফুট প্রস্থ বিশিষ্ট অপূর্ব নান্দনিক এই মাল্টিপারপাস ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৫ তলা বিশিষ্ট পাল্টিপারপাস ভবনটি নির্মাণ প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা। নির্মাণাধীন ভবনটিতে থাকছেসর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পুরুষ ও মহিলা ডরমেটরি, জিমনেশিয়াম, স্যুট, পার্কিং, গার্ডেনিং, আধুনিক ফার্মেসি ও ক্যান্টিন। ভবনটির ৫ম তলায় একটি অতিথিশালাও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল (এইচইডি)’র নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক মিয়া জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মাল্টিপারপাস ভবন নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সরকারের উন্নয়নখাত থেকে ব্যয় করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল (এইচইডি)। আশা করা যায় প্রকল্পটি আগামী ডিসেম্বর নাগাদ সম্পন্ন করা যাবে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, রোগীর স্বজনদের থাকা-খাওয়ার সুবিধার জন্য হাসপাতাল সংলগ্ন কলেজ ক্যাম্পাস এলাকায় মাল্টিপারপাস ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে রোগীর স্বজনরা সহজে ওষুধ প্রাপ্তিসহ নানা সুবিধা ভোগ করবেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে দিন-দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজটিকে আধুনিক থেকে আধুনিকতর করা হচ্ছে। তিনি বলেন, আধুনিক নির্মাণ শৈলী মাল্টিপারপাস ভবনটি নির্মাণে গুণগতমানের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করা হবে না।