আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল শীত মৌসুমে বিয়ের সাজসজ্জা

শীত মৌসুমে বিয়ের সাজসজ্জা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২১ , ৩:৫০ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


গড়ন ও ধরন বুঝে শাড়ি : আপনার গায়ের রং শ্যামলা বা চাপা হলে একটু গাঢ় রঙের শাড়ি বেছে নিন। যেমন ব্লাড রেড, গাঢ় নীল বা গোলাপি। পেঁয়াজ বা বেগুনি রঙের শাড়ি মানিয়ে যাবে সবাইকে। যদি উচ্চতা কম হয়, তাহলে বেছে নিন সরু পাড় বা পাড় ছাড়া শাড়ি। উচ্চতা ভালো হলে চওড়া পাড়ের শাড়ি পরুন। আপনার গড়ন হালকা শুকনো হলে ভারী শাড়ি বেছে নিন। শাড়িটি হতে পারে টিস্যু বা মসলিনের আর ভারী কাজের। ভারী গড়নের হলে বেছে নিন সফট ম্যাটেরিয়ালের গাঢ় রঙের শাড়ি। যেমন শিফন বা জর্জেট।
বউ ভাতের সাজ গয়না : বউভাত অনুষ্ঠানের গয়না হোক আরেকটু ছিমছাম এবং হালকা-পাতলা। যেহেতু বিয়ের দিন সোনার গয়না পরা হয়, সেহেতু বউভাতের দিন মুক্তার গয়না পরতে পারেন। দেখতে ভালো লাগবে। আর এতে বিয়ে ও বউভাতের সাজেও ভিন্নতা থাকবে। যদি মুক্তার গয়না পরেন তাহলে কোনো ধরনের সোনা না পরলেই ভালো মানাবে। এ ছাড়া চাইলে রুপার গয়নাও পরতে পারেন। তবে কেউ চাইলে বিয়ের দিনও মুক্তার গয়না পরতে পারেন। -দিনের শেষে প্রতিবেদক।