আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শাহজালালের রানওয়ে সংস্কার কাজ শুরু মার্চে

শাহজালালের রানওয়ে সংস্কার কাজ শুরু মার্চে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২১ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সংস্কারের কাজ আগামী ডিসেম্বর থেকে শুরুর কথা থাকলেও তা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই মার্চ এই কাজ শুরু হবে। সংস্কার কাজ চলবে ১০ই জুন পর্যন্ত। ওই সময় প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টা বিমান উঠা-নামা বন্ধ থাকবে।
বিমানবন্দর থেকে এ সংক্রান্ত একটি নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের অফিসার ইনচার্জের পক্ষে আব্দুর রব স্বাক্ষরিত ওই নোটামে বলা হয়, বিমানবন্দরের হাইস্পিড ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য আগামী ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত রাত ১২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে। এর আগে গত ১০ই নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেছিলেন, ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মে পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে রানওয়ে সংস্কারের কাজ চলবে। ৬ মাস দিনে ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর।