আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য লাফার্জ সুরমার অস্বাভাবিক দর বাড়ার কারণ নেই

লাফার্জ সুরমার অস্বাভাবিক দর বাড়ার কারণ নেই


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


lafargeঅনলাইন প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ার কোন কারণ নেই বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (১ জুন) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম পরিচালনা করে ডিএসই। ওই তদন্তের আলোকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, ১৬ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭.৬ টাকা। আর ৩১ মে লেনদেন শেষে শেয়ারটির দর ২৩.৬ টাকা বা ৪১ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৮১.২ টাকায়। ছয় কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের এই দর বেড়েছে।