আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রোববার টাকা পাচ্ছে ৬ লাখ পরিবার

রোববার টাকা পাচ্ছে ৬ লাখ পরিবার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  মহামারি করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সকল পেশাজীবীর মানুষ। তবে সমাজের অন্য পেশার মানুষের তুলনায় দরিদ্র মানুষের ওপর বেশি প্রভাব পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত এমন ৬ লাখ দরিদ্র পরিবারকে ২ হাজার ৫১৫ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে আগামী ২ মে (রোববার) বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল সেবার মাধ্যমে ওই অর্থ বিতরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য জানা গেছে।

দরিদ্র পরিবারগুলো অন্তত ঈদের আগেই তাদের প্রয়োজনীয় খাদ্য বা ওষুধের মতো মৌলিক চাহিদা পূরণ করতে পারেন সেজন্যই প্রথম পর্যায়ে ওই নগদ সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনা সংক্রামণের প্রথম ঢেউয়ে ২০২০ সালের ১৪ মে প্রধানমন্ত্রী সারা দেশে ৫০ লাখ দরিদ্র পরিবার ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দিয়েছিলেন।