আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি রিজভীকে এমআরপি দিতে হাইকোর্টের রুল

রিজভীকে এমআরপি দিতে হাইকোর্টের রুল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Risviকাগজ অনলাইন প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (০৭ জুন) এ রুল জারি করেন।

তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

২০১৫ সালের ১০ ডিসেম্বর পুরান পাসপোর্ট জমা দিয়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেন রিজভী। ৩১ ডিসেম্বর এ পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিলো। কিন্তু দীর্ঘদিন পরও পাসপোর্ট না পাওয়ায় ২৯ মে হাইকোর্টে রিট করেন রিজভী।

এ আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার উক্ত আদেশ দেন হাইকোর্ট।