আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীতে হেফাজত কর্মী সন্দেহে পথচারী আটক

রাজধানীতে হেফাজত কর্মী সন্দেহে পথচারী আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২১ , ১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে হেফাজত কর্মী সন্দেহে এক পথচারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে আব্দুল্লাহপুরের মালেকা বানু স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃত ওই ব্যক্তির নাম জানা যায়নি। পুলিশও তার বিষয়ে কোনো তথ্য দিতে চায়নি। উত্তরা জোনের এডিসি তাপস কুমার দাস বলেন, তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে আটক পথচারীর নাম বলতে চাননি তিনি।
প্রসঙ্গত ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী হতাহতের ঘটনায় দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে। রাজধানীর উত্তরাতেও সংগঠনটির নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ করছেন। ঢিলেঢালাভাবে হরতাল পালন হলেও কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয় যায়নি।
এদিকে হেফাজতের হরতালকে ‘অবৈধ’ উল্লেখ করে আওয়ামী লীগের শতশত নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া ও সমাবেশ করতে দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুরে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. হাবিব হাসানের নেতৃত্বে হরতালবিরোধী সমাবেশ চলছে।