আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা, স্বাস্থ্য ও চিকিৎসা লীড রমজানে হজমের সমস্যা থেকে দূরে থাকুন

রমজানে হজমের সমস্যা থেকে দূরে থাকুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৫:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা,স্বাস্থ্য ও চিকিৎসা লীড


digestiveকাগজ অনলাইন ডেস্ক: হজমের সমস্যা বেশ অস্বস্তিকর। কোনো কোনো সময় এ সমস্যা কষ্টদায়ক হয়ে উঠে। অস্বাস্থ্যকর ও ভারসাম্যহীন খাদ্যাভাস হজমের সমস্যার অন্যতম কারণ।
দীর্ঘমেয়াদি হজমের সমস্যা তীব্র স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে। আর রমজানে বেশিরভাগ মানুষই হজমের সমস্যায় ভুগেন।
রমজানে হজমের সমস্যা থেকে রক্ষা পেতে ওষুধ ছাড়াও ঘরোয়া উপায়ে সমাধান হতে পারে।
এতে লাগবে আদা, মধু ও লেবু। আদা হজম ভালো করতে কাজ করে। মধু ও লেবুর মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো হজমের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।
উপাদান
পাতলা তিন থেকে চার টুকরো আদা, এক কাপ পানি, দুই চা চামচ লেবুর রস, দুই থেকে তিন চা চামচ মধু।
প্রণালি
গরম পানিতে আদা টুকরোগুলো নিন। একে পাঁচ থেকে সাত মিনিট ফুটান। চুলা থেকে নামিয়ে মধু ও লেবুর রস দিন। ঠাণ্ডা হলে পান করুন।
এই প্রণালি হজম ভালো করতে সাহায্য করবে। তবে বেশি আদা দেওয়া যাবে না, এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি যদি শরীরে জটিল কোনো সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারটি গ্রহণ করুন।