আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় যুদ্ধাপরাধ নিয়ে প্রশ্ন তোলা মানবাধিকার সংগঠনগুলোর বিচার দাবি

যুদ্ধাপরাধ নিয়ে প্রশ্ন তোলা মানবাধিকার সংগঠনগুলোর বিচার দাবি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Manobadhikaকাগজ অনলাইন প্রতিবেদক: যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যেসব মানবাধিকার সংগঠনগুলো বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার (০৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে অত্যন্ত সুষ্ঠুভাবে। তবু বিচার কার্যক্রম নিয়ে বিরোধিতা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, দেশে যেসব যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে অপরাধীদের। যা পৃথিবীতে কোনো দেশই এমন সুবিধা দেয় না। তবুও সেই বিচার সম্পর্কে বার বার প্রশ্ন তোলা হচ্ছে। যা হতে পারে না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন একদিনের নয়। সামরিক শাসনের সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সে সময় সুশীল সমাজ, সংবাদমাধ্যমসহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে সেই শাসকদের পতন ঘটিয়ে মানবাধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে।

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম প্রমুখ।