আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড যুক্তরাষ্ট্রের ‘উসকানির’ সমালোচনায় চীন

যুক্তরাষ্ট্রের ‘উসকানির’ সমালোচনায় চীন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


13অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ‘উসকানির’ তীব্র সমালোচনা করেছে চীন। রবিবার এক প্রতিরক্ষা সম্মেলনে চীনের অ্যাডমিরাল সান জিয়াংগুয়ো বলেছেন, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকা নিয়ে কোন ধরনের ‘উত্তেজনাকে’ তারা ভয় করে না।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে অ্যাডমিরাল সান জিয়াংগুয়ো বলেন, ‘এই বিষয়ে বাইরের দেশগুলোর গঠনমূলক ভূমিকা নেয়া উচিত। তাদের অন্য কোন ভূমিকা রাখা উচিত না। নির্দিষ্ট কিছু দেশ তাদের হীন স্বার্থে এই অঞ্চলে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। এ কারণে দক্ষিণ চীন সাগর ইস্যুটি চরম উত্তেজনাকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ চীন সাগরের একটি কৃত্রিম দ্বীপে চীনের সামরিক স্থাপনা নির্মাণ যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে ‘পদক্ষেপ গ্রহণে’ প্ররোচিত করবে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার সতর্ক করার একদিন পর সান এই মন্তব্যটি করলেন। চীনের অ্যাডমিরাল আরো বলেন, ‘আমরা উত্তেজনা সৃষ্টি করি না। তবে আমরা একে ভয়ও পাই না।’

উল্লেখ্য, ফিলিপাইন ওই দ্বীপটির মালিকানা দাবি করে আসছে।

এদিকে চীনের এয়ার ডিফেন্স আইডি জোনের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কেরি রবিবার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) স্থাপনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওয়াশিংটন এমন একটি অঞ্চলে চীনের এই সামরিক স্থাপনা নির্মাণকে ‘উসকানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ’ হিসেবে বিবেচনা করবে।