আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য মোস্তফা মেটালের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

মোস্তফা মেটালের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২১ , ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তির জন্য মোস্তফা মেটালকে অর্থ উত্তোলনের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। কোম্পানিটি কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (কিউআই) অফারের মাধ্যমে বাজারের অন্তর্ভুক্ত হবে। শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য কিউআই অফারের তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। আগামীকাল ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির কিউআই অফার আবেদন চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিএসইসির ৭৮০তম কমিশন সভায় কোম্পানিটির এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়।
জানা গেছে, কিউআই অফারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ও কিউআই অফারের জন্য ব্যয় করবে। ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৭৬ পয়সা। পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১০ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের হেসেবে আছে এনবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।