আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ৬০০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ৬০০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২০ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি দেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। অষ্টম পর্যায়ে এ বৃত্তি পাবে ৬০০ শিক্ষার্থী। এজন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও উচ্চশিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অষ্টম পর্যায়ে ২০১৯ সালের জন্য বৃত্তির সংখ্যা ৬০০। এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্র পাঠাতে পারবেন। ট্রাস্টের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ও শর্তাবলি উল্লেখ আছে। ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা থেকে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে। কর্তৃপক্ষ যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।’