আজকের দিন তারিখ ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মিতু হত্যা: তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে

মিতু হত্যা: তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এই প্রতিবেদন দেন।
আগামী ৪ ফেব্রুয়ারি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করেছেন। ঐ দিন এক আসামি ওয়াসিমের জামিনের উপর শুনানি হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারি মিতু হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে।’ গত বছরের ২ ডিসেম্বর মিতু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন চায় হাইকোর্ট। আসামি ওয়াসিমের জামিন শুনানিকালে হাইকোর্ট এ আদেশ দেয়।