আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মানিকনগরে কুমিল্লা পট্টিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর

মানিকনগরে কুমিল্লা পট্টিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনায় প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। এতে নারী শিশুসহ বস্তির কয়েকশ পরিবার সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে। তবে আগুনে কেউ মারা যায়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন। রবিবার বিকাল পৌনে তিনটার দিকে এ আগুনের সূত্রপাত হয় জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা (ডিউটি অভিসার) সলিম আহমেদ বলেন, খিলগাঁও-মানিকনগরে উত্তর ওয়াসা রোডে কুমিল্লা পট্টির একটি টিনশেড ঘর থেকে ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সেখানকার প্রায় একশ টিনশেড ঘরের অধিকাংশই পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে, ঘটনার পর-পরই স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরীসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘর হারানোদের জন্য সাংসদের পক্ষ থেকে খাওয়াসহ অন্যান্য ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, আগুনে হতাহতের কোনো খবর এখনও আমরা পাইনি। ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে তৎপরতা চালানো হয়।