আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের নেমে দুইজনের মৃত্যু

ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের নেমে দুইজনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২১ , ১২:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশা জংশন এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে নেমে আ. মালেক (৪৫) এবং জসিম উদ্দিন (৪০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় তাদেরকে তুলতে গিয়ে সাহাবুদ্দিন (২২) এবং কবির (২০) নামের অপর দুই শ্রমিক আহত হন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে জসিমের বাড়ি ইলিশা সুদের হাট এলাকায় এবং অপর সকলের বাড়ি ইলিশা জংশন এলাকায়। স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জংশন এলাকার ইলিশা ইসলামিয়া মডেল কলেজ সংলঘ্ন মালেক ব্যাপারির বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আব্দুল মালেক নিজ বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। ওই ট্যাংকের ভিতর থেকে সেন্টারিং এর মালামাল অপসারণের জন্য বাড়ির মালিক আব্দুল মালেক প্রথমে সেপটিক ট্যাংকের ভিতরে নেমেছিলেন। তার সাড়া না পেয়ে কি হয়েছে দেখার জন্য নেমেছিলেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন। পরে তাদের দুজনকে উদ্ধার করতে নেমে সাহাবুদ্দিন এবং কবির অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকৎসকরা জানান দুজন আগেই মারা গিয়েছিলেন।
এদিকে সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইলিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।