আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ভোট কেন্দ্রের সামনে যুবদল নেতা আটক

ভোট কেন্দ্রের সামনে যুবদল নেতা আটক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২২ , ৩:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের ভোটে মোট ১৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমের মাধ্যমে সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সুখনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় ২০ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকির কেন্দ্রের সামনে থেকে মনোয়ার হোসেন সুখনকে আটক করা হয়। ২২ নাম্বার ওয়ার্ডের যুবদল সভাপতি কাজী সোহাগ এ বিষয়ে নিশ্চিত করেছেন। এছাড়া অনেক কেন্দ্র থেকে ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ এসেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সবাইকে ভোট দিতে হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনের তুলনায় দেড়গুণ ইভিএম রাখা হয়েছে।

নৌকার সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এ দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়াও ভোটের মাঠে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।