আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে ১০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

ভারতে ১০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২১ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বাড়লেও ১৫ হাজারের ঘরেই রইল। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্ত বেশি ১০ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে পর পর পাঁচ দিন ২০ হাজারের নিচেই থাকল ভারতের দৈনিক সংক্রমণ। খবর আনন্দবাজার অনলাইন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ১ হাজার ১৭৩ জন।

আক্রান্তের সংখ্যা হাজার দেড়েক বাড়ার পাশাপাশি বুধবার বাড়ল ভারতের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ২২৬ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ১৮৯ জনের। দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭ হাজার ২৪৭। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৫৩ জন।

ভারতের মধ্যে এখনও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কেরালায়। কিন্তু আগের তুলনায় সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত কয়েক দিন সাত থেকে আট হাজারের ঘরে ঘুরছে দক্ষিণের এ রাজ্যের সংক্রমণ।

মহারাষ্ট্রেও তা কমে দুই হাজারের আশপাশে চলে এসেছে। তামিলনাড়ুতে আগের চেয়ে কমলেও তা হাজারের বেশিই রয়েছে। কিন্তু কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে আক্রান্ত ৫০০-র আশপাশে নেমেছে। গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে ৭০০-র ঘরে ঘুরছে সংক্রমণের সংখ্যা। ইতোমধ্যে দুর্গাপূজা দেখতে কলকাতাসহ বাংলার বিভিন্ন প্রান্তে উপচে পড়ছে মানুষের ভিড়। তা নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে।

উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলোতে পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু মিজোরামে দৈনিক আক্রান্ত এখনও রয়েছে হাজারের বেশিই।