আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভংঙ্কররূপে করোনা: আরটি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে

ভংঙ্কররূপে করোনা: আরটি-পিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২১ , ১২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু প্রথম ধাপের সংক্রমণ ও মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার লক্ষণ থাকা সত্ত্বেও ২/৩ পরীক্ষা করা হলেও আরটি-পিসিআর টেস্টও করোনা ধরা পড়ছে না।
বিশেষজ্ঞদের দাবি, করোনা কোষ বিভাজনের ফলে এমন চেহারা নিচ্ছে যার ফলে উপসর্গ থাকলেও করোনা ধরা পড়ছে না। কোনো কোনো ক্ষেত্রে ব্রঙ্কোস্কপির মতো কঠিন পরীক্ষার সাহায্যও নিতে হচ্ছে। ব্রঙ্কোস্কপি হল নাক কিংবা গলার মধ্যে দিয়ে নল ঢুকিয়ে ফুসফুস থেকে তরল নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। এর দ্বারা অনেকসময় পজিটিভ রোগীর সন্ধান মিলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা যাচ্ছে, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক এমন করোনা রোগীও আছেন। এসব ক্ষেত্রে করোনা রোগী পেটের পীড়া ও জ্বরে ভুগছেন।
ইনস্টিটিউট অব লিভার এন্ড বাইলারি সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ডা. প্রতিভা কলের পর্যবেক্ষণে ভাইরাসের নতুন উপসর্গ ধরা পড়েছে। এমনকি চোখে কনজাংকটিভাইটিস হলে অথবা স্রেফ সর্দি হলেও যে কোনো ব্যাক্তি কোভিড পজিটিভ হতে পারেন।