আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বেড়েছে আটা-ময়দা ও চালের দাম

বেড়েছে আটা-ময়দা ও চালের দাম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২১ , ৫:১৩ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :  রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের আটা-ময়দা ও চালের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মূলত এই দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়িরা । শুক্রবার রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে। তাই আটা-ময়দা ও চালের দাম বেড়েছে। কেজিতে আটা ও ময়দার দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। অন্য দিকে বাজারে মিনিকেট, নাজির এবং আটাশ চালের দাম বস্তাপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বড়েছে।

বিশেষজ্ঞরা বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এটি বছর শেষে আরও কমবে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে আনলে চালসহ সব সংকট থেকে সহজেই পরিত্রাণের পথ মিলবে।