আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বেক্সিমকোকে হটিয়ে শীের্ষে সাইফ পাওয়ার

বেক্সিমকোকে হটিয়ে শীের্ষে সাইফ পাওয়ার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : ​গত প্রায় এক বছর ধরেই সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় স্থায়ী আসনে বসেছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) শেয়ার। কিন্তু গেল সপ্তাহে ডিএসইর শীর্ষ লেনদেনের শীর্ষ স্থানের গৌরব হারিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে বেক্সিমকোকে হটিয়ে শীর্ষ তালিকার শীর্ষ স্থান দখল করেছে সাইফ পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইতে ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সাইফ পাওয়ারের। যে কারণে কোম্পানিটি ডিএসইর শীর্ষ তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে। জানা গেছে, সপ্তাহটিতে সাইফ পাওয়ারটেকের ৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার ২২৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২৫০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৫২ শতাংশ। অন্যদিকে, বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ২২৩ কোটি ৬১ লাখ টাকার। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাতের লেনদেন হয়েছে ১৮২ কোটি ৪৯ লাখ টাকার, বিএটিবিসির ১৭০ কোটি ৮৮ লাখ টাকার, বারাকা পতেঙ্গার ১৬৩ কোটি ৫৬ লাখ টাকার, ফু-ওয়াং সিরামিকসের ১৫৫ কোটি ৩৯ লাখ টাকার, একটিভ ফাইন কেমিক্যালসের ১১৫ কোটি ৮৪ লাখ টাকার, বিএফআইসির ৯৩ কোটি ৭৫ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮৬ কোটি ৯৯ লাখ টাকার এবং আইএফআইসি ব্যাংকের ৮৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার