আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য বৃষ্টিস্নাত রাতে ক্যাম্পাসেই বেরোবি শিক্ষার্থীর ‘গায়ে হলুদ’

বৃষ্টিস্নাত রাতে ক্যাম্পাসেই বেরোবি শিক্ষার্থীর ‘গায়ে হলুদ’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২২ , ৮:১১ অপরাহ্ণ | বিভাগ: অন্যান্য


রংপুর প্রতিনিধি : দিনে ভাদ্রের তালপাকা গরম, রাতের বৃষ্টির শীতল পরশে স্বস্তি। আর সেই স্বস্তিকে আরও প্রসন্ন করেছে হলুদ রঙা একটি অনুষ্ঠান। গল্পটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)। ক্যাম্পাসের বৃষ্টিভেজা সবুজ পটেই হয়েছে অনন্যা নামের এক শিক্ষার্থীর গায়ে হলুদের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান ঘিরে বেরোবি ক্যাম্পাস হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ক্যাম্পাসের একটি ভবনের সামনে সাইকেলের গ্যারেজে সাজানো হয় হলুদ মঞ্চ। বন্ধুরা ‘হলদি বাটো, মেন্দি বাটো’ ইত্যাদি বিয়ের গীত গেয়ে কন্যাকে অশীর্বাদ করেন । শুধু গীতই নয় গানের পাশাপাশি চলছিল বিয়ের নাচও। হলুদ অনুষ্ঠানে যোগ দেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক শেষ করা শিক্ষার্থী অনন্যার বাড়ি খুলনায়। তার বিয়ে অক্টোবর মাসে। বন্ধুরা সবাই খুলনায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ কারণে ক্যাম্পাসেই তার গায়ে হলুদের আয়োজন করেন বন্ধু-সহপাঠীরা। শিক্ষার্থীদের কাছ থেকে গায়ে হলুদের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভাল লেগেছে। অনন্যার সহপাঠীরা চমৎকার অনুষ্ঠান করেছে। শিক্ষার্থীদের সাথে যোগ দিতে পেরে খুব আনন্দ পেয়েছি। আমি অন্যনাকে চকলেট উপহার দিয়েছি। হলুদ অনুষ্ঠানে শিক্ষাথীরা নেচে গেয়ে সুবজ ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তুলেছে। শিক্ষার্থীদের হইচই, আনন্দ আড্ডা সত্যি একটি ভিন্ন পরিবেশ এনে দিয়েছে।’ অনন্যা বলেন, ‘বিয়ের এখনও দেরি রয়েছে। অনেক বন্ধু খুলনায় গিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। তাই বন্ধুদের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে বন্ধুত্বের এমন নির্দশন খুব ভাল লেগেছে।’ অনন্যার সহপাঠী এবং বন্ধু লুবনা হক, আয়েশা মীম, ওবায়দুল্লাহ আতিকসহ কয়েকজন জানালেন, মনে হল বিয়ের অনুষ্ঠানে অনেকেই যেতে পারবে না। তাই এমন আয়োজন। আমাদের আয়োজনে বেশ কয়েকজন শিক্ষক যোগ দেয়ায় আমাদের অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠে। লোকপ্রশাসন বিভাগের প্রধান আসাদুজ্জামান মন্ডলসহ আরও কয়েকজন শিক্ষক এসেছিলেন আর্শীবাদ করতে।