আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বৃটেনে লাল তালিকাভূক্ত ৩০ দেশ থেকে আসলে নিজ খরছে কোয়ারেন্টিন

বৃটেনে লাল তালিকাভূক্ত ৩০ দেশ থেকে আসলে নিজ খরছে কোয়ারেন্টিন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ১:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বৃটেনের লাল তালিকাভূক্ত ৩০ দেশ থেকে আসলে নিজ খরছে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার। একই সাথে দেশটির বাহিরে যাওয়া এবং আসার জন্য যর্থাথ প্রমান দেখাতে হবে বলে জানিয়েছেন দেশটির হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল। তিনি বলেছেন,এখন থেকে পুলিশ বিমান বন্দর ও পোর্ট গুলোতে ভ্রমনকারীদের ভ্রমনের যর্থাথ প্রমান ক্ষতিয়ে দেখবে।স্কাই নিউজ জানিয়েছে,এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদ সদস্যদের বলেছেন,করোনাভাইরাসে আক্রান্ত লাল তালিকাভূক্ত দেশগুলো থেকে বৃটেনে প্রবেশ করলে নিজ খরছে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি বলেছেন, নতুন ব্যবস্থা গুলোর লক্ষ্য হচ্ছে, নতুন মিউট্যান্ট সিওভিড স্ট্রেইনগুলো যুক্তরাজ্যে পৌঁছানো রোধ করা।
এদিকে, সরকারের এ পদক্ষেপগুলো খুবই সামান্য বলে দাবী করেছে বিরোধী দল লেবার। একই সাথে দলটি বলেছে,অনেক দেরিতে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। শুরু থেকেই লেবার পার্টি সরকারের নেয়া প্রদক্ষেপগুলোর সমালোচনা করার পাশাপাশি বলে আসছে, বৈজ্ঞানিকদের পক্ষ থেকে দেয়া পরামর্শ সরকার আগে গ্রহন করলে এমন পরিণতি হত না। তবে বৃটেনের লাল তালিকাভূক্ত ৩০ দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। হঠাৎ করে বৃটেনের সরকারে পক্ষ থেকে ভ্রমনের উপর কড়াকড়ি আরোপের ফলে অনেকেই দুদচিন্তায় পড়ে গেছেন।।