আজকের দিন তারিখ ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিসিএস শিক্ষা সমিতির নির্বাচনের ফল ৫ জুন

বিসিএস শিক্ষা সমিতির নির্বাচনের ফল ৫ জুন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৮:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


BCSকাগজ অনলাইন প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন শেষ হয়েছে। দেশের মোট ১১টি অঞ্চলের ১৮০টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ৫ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুস সামাদ।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটার ছিল ১২ হাজার ২০০ জন।

প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এ নির্বাচন এবার দুটি প্যানেলে হয়। একটি প্যানেলে রয়েছেন মাসুমে রাব্বানী ও শাহেদুল খবীর। অন্য প্যানেলে রয়েছেন মোহাম্মদ নেসোয়ার ও মোহাম্মদ রাব্বি।

এ ছাড়া স্বতন্ত্র হিসেবে ছিলেন তিনজন। এদের মধ্যে সভাপতি প্রার্থী সেলিম খন্দকার, মহাসচিব প্রার্থী রবিউল ইসলাম, প্রকাশনা সম্পাদক প্রার্থী কাজী জাকির।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুস সামাদ (প্রধান নির্বাচন কমিশনার), অধ্যাপক খান হাবিবুর রহমান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আশরাফুল কবির।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুস সামাদ  বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ জুন এর ফল ঘোষণা করা হবে।