আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্বরেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২১ , ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়ছেন এই পর্তুগিজ সুপারস্টার। সপ্তাহের শুরুতে জার্মানির বিপক্ষে গোল করার মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করেন রোনাল্ডো। বিশ্বকাপ এবং ইউরো মিলিয়ে ক্লোসার সমান ১৯ গোল হয়ে গেছে সিআর সেভেনের। আর সপ্তাহের শেষ দিকে গোল সংখ্যায় বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়া আলি দাইকে ছাড়িয়ে গেলেন তিনি।সর্বকালের সেরা আন্তর্জাতিক গোলদাতা আলি দাই করেন ১০৯ গোল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোসেরার লড়াইয়ে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। যেখানে জোড়া গোল করেছেন রোনাল্ডো। ১০৭ আন্তর্জাতিক গোল নিয়ে মাঠে নামা রোনাল্ডো ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। কিন্তু কয়েক বছর পর ফরাসি দলে ফেরা রিয়াল মাদ্রিদের সেরা স্ট্রাইকার করিম বেনজেমার জোড়া গোলে ২-১ গোলে পিছিয়ে যায় পর্তুগাল।
৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। এর সঙ্গে গোল সংখ্যার বিশ্বরেকর্ড বুকে নাম ওঠান।
ছুঁয়ে ফেলেন ইরানি কিংবদন্তি আলি দাইয়ের গড়া সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের (১০৯ গোল) রেকর্ড।