আজকের দিন তারিখ ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২১ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ওই মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সি বিল ক্লিনটনকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। করোনাসংশ্লিষ্ট নয়, এমন এক ধরনের সংক্রমণে ভুগছেন তিনি। এখনও বিষয়টি পরিষ্কার নয় কী অসুস্থতা বিল ক্লিনটনকে হাসপাতালে যেতে বাধ্য করেছে। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের হৃদরোগ রয়েছে। ক্লিনটনের চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে— তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন, ‘সার্বক্ষণিক পর্যবেক্ষণের’ মধ্যে রাখার জন্য বিল ক্লিনটনকে হাসপাতালে রাখা হয়েছে। দুদিনের চিকিৎসার পর, তার শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস পাচ্ছে এবং অ্যান্টিবায়োটিকগুলো নেওয়ার পর তার শরীর ভালো সাড়া দিচ্ছে। ইউসি ইরভিন মেডিকেল সেন্টারের চিকিৎসকরা আশা করছেন, বিল ক্লিনটনকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিল ক্লিনটন আরকানসাসের অধিবাসী। ডেমোক্র্যাটিক পার্টির বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।