আজকের দিন তারিখ ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিভিন্ন পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ঈশিতা

বিভিন্ন পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ঈশিতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশী সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট ওরফে বিগ্রেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা (আইপিসি) কে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, গ্রেপ্তার হওয়া ঈশিতা নিজেকে চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, বিগ্রেডিয়ার জেনারেল বলে পরিচয় দিতো।

এছাড়া সে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধি বলেও নিজেকে পরিচয় দিতো। তাকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।