আজকের দিন তারিখ ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাল্যবিয়ে: বর ও কাজীর কারাদণ্ড

বাল্যবিয়ে: বর ও কাজীর কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


2কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় বর রফিকুল মল্লিক (২৪) ও কাজী শাহাবুল ইসলামকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমন তাদের একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় বরের আত্মীয়ের বাড়িতে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার ফাইদার মল্লিকের ছেলে রফিকুল মল্লিকের সঙ্গে মজমপুর এলাকার লিটনের মেয়ে ও কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীর (১৩) বিয়ে দেয়া হচ্ছিল। গোপন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বর ও কাজী শাহাবুল ইসলাম আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) গাজী তারিক সালমন বলেন, শুক্রবার দিবাগত রাতে বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় একটি বাল্য বিয়ে হচ্ছে বরের দুলা ভাইয়ের বাড়িতে বিয়ের আয়োজন সম্পন্ন হয়।

তিনি আরো বলেন, বাল্যবিয়ে আমাদের সমাজে একটি ভাইরাস। এটা নির্মূল করা গেলে মাতৃ মৃত্যুর হার অনেক কমানো যাবে। আর যে সকল কাজী বাল্যবিয়ে দেয় তাদের কঠোর শাস্তি হয়া উচিত।