আজকের দিন তারিখ ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বারাকা পতেঙ্গার আইপিও শেয়ার বিতরণে ডিএসই ভুল করেছে

বারাকা পতেঙ্গার আইপিও শেয়ার বিতরণে ডিএসই ভুল করেছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২১ , ১:৫৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে লেনদেনের অপেক্ষায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার বিতরণে বড় গরমিল ধরা পড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভুলের কারণে কোম্পানিটির আইপিও শেয়ার বিতরণে এই গড়মিল হয়েছে। এতে দেখা যায়, ডিএসইর ভুলের কারণে প্রায় ১৫ লাখ শেয়ারের গরমিল হয়েছে। এই গরমিলের ফলে এক ক্যাটাগরির শেয়ার অন্য ক্যাটাগরির বিনিয়োগকারীরা পেয়েছেন। এতে কপাল পুঁড়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এর আগে ইস্যু ম্যানেজারদের তত্ত্বাবধানে লটারির মাধ্যমে শেয়ার বিতরণের কাজটি করা হতো। সোনালি লাইফ ইন্স্যুরেন্স থেকে ডিএসইর তত্ত্বাবধানে লটারির কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে লটারির পরিবর্তে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) সফটওয়্যারের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দিচ্ছে। কিন্তু দ্বিতীয় কোম্পানিতেই (বারাকা পতেঙ্গা) গরিমল করে ফেলল ডিএসই। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, কমিশন কখনোই চাইবে না এক ক্যাটাগরির জন্য বরাদ্দকৃত শেয়ার অন্য ক্যাটাগরির বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হোক। জানা যায়, বারাকা পতেঙ্গা পাওয়ার মোট ৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ৪৮৮টি শেয়ার ইস্যু করবে। এরমধ্যে যোগ্য বিনিয়োগকারী বা বিডারদের (ইআই) ক্যাটাগরিতে দেওয়া হবে ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৮৮টি। বাকি ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২০০টি শেয়ার বিনিয়োগকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে (ইআই ব্যতিত) নিয়ম অনুযায়ি ভাগ করে দিতে হবে। যা বিএসইসি কনসেন্ট লেটারে নির্ধারিত করে দিয়েছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ি, আইপিওর ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২০০টি শেয়ারের মধ্যে প্রবাসি বিনিয়োগকারীদের ৭৩ লাখ ৭৭ হাজার শেয়ার দিতে বলা হয়েছে। আর ক্ষতিগ্রস্থসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার ২০০টি শেয়ার। (ডিএসইর বিতরনের আগে ইএসএস ওয়েবসাইটে বারাকা পতেঙ্গার প্রকাশকৃত ক্যাটাগরি ভিত্তিক কি পরিমাণ শেয়ার বরাদ্দ দেওয়া হবে, তার নোটিশ) আইপিওর বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য থাকে ২ কোটি ৩৬ লাখ ৬ হাজার ৫৬০টি শেয়ার। কিন্তু ডিএসই কর্তৃপক্ষ ভুলে করে সাধারণ বিনিয়োগকারীদের কোটায় শেয়ার বরাদ্দ কমিয়ে ক্ষতিগ্রস্থ ও প্রবাসিদের মধ্যে বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের ১৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি শেয়ার কম দেওয়া হয়েছে। বিপরীতে ক্ষতিগ্রস্থ কোটায় ১৪ লাখ ৭৫ হাজার ৪০৮টি এবং প্রবাসি কোটায় ৪৮টি শেয়ার বেশি দেওয়া হয়েছে। (ডিএসইর বরাদ্দকৃত শেয়ার) ডিএসইর এই ভুলের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ৫৮টির পরিবর্তে ৫৪টি করে শেয়ার পেয়েছেন। আর ক্ষতিগ্রস্থ কোটায় বিনিয়োগকারীরা পেয়েছেন ৭৭টির জায়গায় ৯৭টি করে। এতে সাধারন বিনিয়োগকারীরা ৪টি করে কম পেয়েছেন এবং ক্ষতিগ্রস্থ কোটার বিনিয়োগকারীরা ২০টি করে বেশি পেয়েছেন। এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে বলেন, বারাকা পতেঙ্গার শেয়ার বিতরণে কোন সমস্যা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) নেতৃত্বে একটি দল কাজ করছে। যদি কোন ধরনের ভুল হয়ে থাকে, তাহলে তা সংশোধন করা হবে।