আজকের দিন তারিখ ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের সাবেক কোচ ড্যামিয়েনকে চাকরি দিলেন প্রীতি জিনতা

বাংলাদেশের সাবেক কোচ ড্যামিয়েনকে চাকরি দিলেন প্রীতি জিনতা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২১ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভারতের মাটিতেই এপ্রিলে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জমজমাট আসর। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে রীতিমত ঘাম ঝরানো শুরু করে দিয়েছেন খেলোয়াড়রা। এমন পরিস্থিতিতে নিজেদের কোচিং প্যানেলকে আরও শক্তি করল প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক হেড কোচ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
রাইটের অধীনেই ২০১৮ সালের যুব বিশ্বকাপ খেলেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। এবার তাকে নিজ দলে চাকরি দিলেন প্রীতি জিনতা।
৪৫ বছর বয়সী এই অস্ট্রেলিয় কোচকে নিয়োগের বিষয় পাঞ্জাব কিংস তাদের টুইটার পেইজে লিখেছে, রাইট সঠিকস্থানেই এসেছে। আইপিএলের আসন্ন মৌসুমে তিনি পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হবেন।