আজকের দিন তারিখ ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাংলাদেশের অভিজ্ঞতা অনুসরণ করতে চায়: ওআইসি

বাংলাদেশের অভিজ্ঞতা অনুসরণ করতে চায়: ওআইসি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


8এম ওয়াই আলাউদ্দিন; সৌদিআরব থেকে: এনজিও সেক্টর, নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র অর্থায়নে বাংলাদেশের ব্যাপক সফলতা অর্জনের অভিজ্ঞতাকে অন্য মুসলিম দেশগুলোর জন্য অনুসরণ করতে চায় ওর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

শনিবার রাতে সৌদি আরবের রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ওআইসি মহাসচিব ওআইসির মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি এ জন্য সহযোগিতা চেয়েছেন।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে ব্রিফ করেন।

ওআইসি মহাসচিব এনজিও সেক্টরে বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে বলেন, ‘এনজিও সেক্টর ও গ্লোবাল ডেভেলপমেন্টে ওআইসি নতুন করে উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশ যেন অ্যাকটিভলি সেখানে সাপোর্ট করে।’

সে সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রস্তাব পাঠালে আমরা অবশ্যই চেষ্টা করব।’

ওআইসি সেক্রেটারি জেনারেল নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ওআইসিতেও নারীর ক্ষমতায়ন ইস্যুটাকে বড় করে আনতে চাই।’ সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ করেন মহাসচিব।