আজকের দিন তারিখ ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী: স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভুমিকা অপরিসীম

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী: স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভুমিকা অপরিসীম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল প্রতিনিধি : ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। তাদের শিক্ষার্থীদের সাথে মাতৃতুল্য ও পিতৃতুল্য আচরণ এবং সঠিকভাবে পাঠদানের মাধ্যমেই আগামীর নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে। তাই তাদের স্বচ্ছতার সাথে সঠিক ভাবে পাঠদানের অনুরোধ জানায় জাতীকে উন্নত করতে গুরু ভূমিকা পালন করার জন্য। রবিবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১১০ জন সহকারী শিক্ষকের বরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। এসময় তিনি বর্তমান সরকারের নানান উন্নয়নমূলক কাজ তুলে ধরে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করুন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বরিশাল সদর উপজেলার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, সহকারী বরিশাল জেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল এর সার্বিক তত্বাবধানে অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।